
প্রকাশিত: Tue, Dec 26, 2023 9:52 PM আপডেট: Tue, Jul 1, 2025 4:39 PM
[১]বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পটুয়াখালীতে মহিলা আওয়ামী লীগের শুভেচ্ছা মিছিল
আতিকুল আলম সোহেল,পটুয়াখালী : [২] আগামী ২৯ ডিসেম্বর বরিশালে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা। ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৩] প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য কাজী কানিজ সুলতা এর নেতৃত্বে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে?
[৪] মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ হয়।
[৫] সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাপনী বক্তব্য রখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন।
[৬] এদিকে প্রায় ৬ বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বরিশালে চলছে সরব প্রস্তুতি। প্রধানমন্ত্রীর বরিশাল সফরে এসে বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী ভাষণ দেবেন। সাধারণ মানুষ তাঁকে বরণ করতে অপেক্ষায় রয়েছেন।